রেশম
রেশমচাষের প্রদানকারী যোগাযোগ এবং জ্ঞানসম্বন্ধীয় ব্যবস্থা হচ্ছে অনুশীলন পরিকল্পনাকারি,

SILK PORTAL এর মধ্যে তথ্য সমূহ –

১০৮ টি নির্বাচিত জেলার উন্নয়নের জন্য SILK PORTAL তৈরী করা হয়েছে। এর মধ্যে ১৬টি প্রধান মডিউল এবং ৪টি spatial মডিউল আছে, যেগুলি তিনটি ভাগে বিভক্ত; যেমন পরিকল্পনা, non spatial অন্যন্য সেবা এবং প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা। পরিকল্পনা সেবার আওতাভুক্ত মডিউলগুলি হচ্ছে রেশম কীটের খাদ্য গাছের উৎপাদনের প্রযুক্তি, রেশম কীট পালনের পদ্ধতি, খাদ্য গাছের ক্ষতিকারক পোকা এবং রোগের হাত থেকে বাঁচনোর ব্যবস্থা, উচ্চ ফলনশীল রেশমকীটের খাদ্যগাছ, রেশমকীটের প্রজাতি, গুটির ব্যবহার, পরিকাঠামো ও উপকরণ, এবং একাজে অন্যান্য সহযোগী সংস্থা। অন্যান্য পরিসেবা সম্বন্ধিত মডিউলগুলি হচ্ছে মাইক্রোক্রডিট এবং স্বনির্ভর গোষ্ঠী, বিপনন, বীজ বিতরণ কেন্দ্র, বয়ন ও রিলিং কেন্দ্র এবং কৃষকদের জন্য অনুদান সম্বলিত প্রকল্পের তথ্য।

প্রকল্পের অধীনে সমস্ত স্থানিক তথ্য এবং সংশ্লিষ্ট পরিসংখ্যান চার মডিউল এর মধ্যে স্থাপন করা হয়েছে, যথা রেশমকীটের খাদ্য গাছের জন্য উপযুক্ত স্থান, মাটি বিষয়ক মানচিত্র,

silks